মহান বিজয় দিবসের স্লোগান, স্ট্যাটাস, ক্যাপশন ও বানী

মহান বিজয় দিবসের স্লোগান ও বিজয় দিবসের বক্তব্য সংগ্রহ করতে পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। প্রতিবছর ১৬ই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশে মহান বিজয় দিবস অনুষ্ঠিত হয়। এই দিবস  উপলক্ষে বাঙ্গালিরা তাদের স্বাধীনতাকে স্মরণ করে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে মহান বিজয় দিবসের স্লোগান এবং বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য।

তাই আমি আজকের দিন উপলক্ষে আপনাদের জন্য বিজয় দিবস উপলক্ষে স্লোগান, বক্তব্য ও উপস্থাপনা এবং কিছু কথা তুলেধরেছি। সে সাথে সামাজিক যোগাযোগে শেয়ার করার জন্য বিজয় দিবসের ফেসবুক স্ট্যাটাস, বিজয় দিবস সম্পর্কে উক্তি ও বাণী ইত্যাদি সংগ্রহ করে দিয়েছি। এই উক্তি, বাণী এবং স্লোগান গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। নিচে বিজয় দিবসের উক্তি, বাই ও স্লোগান বা ভাষণ দেওয়া আছে।

১৬ ডিসেম্বর বিজয় দিবস

অনেকেই জানে না বিজয় দিবস কি বা কেনো পালন করা হয়? এবং এই দিবস ১৬ই ডিসেম্বর মাসেই বা কেনো উদযাপন করা হয়ে থাকে। বাংলাদেশের জাতীয় দিবস গুলোর মধ্যে একটি হচ্ছে ১৬ই ডিসেম্বর যা বিজয় দিবস নামে পালন করা হয়। এই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত পেয়েছে। দীর্ঘ ৯ মাস পাকিস্তানিদের সাথে রক্ত ক্ষয়ী যুদ্ধের পর আমাদের দেশ স্বাধীন হয়। এই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা ল্যাব করে। আমরা লাল-সবুজের এক স্বাধীন দেশ অর্জন করি। এই দেশ স্বাধীন হতে প্রায় ৩০ লক্ষ বাঙ্গালি জীবন ত্যাগ করেছে। তাই এই দিন কে সমরনিয় করে রাখতে প্রতিবছর ১৬ই ডিসেম্বর বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়।

মহান বিজয় দিবসের স্লোগান

বিজয় কথা টি হচ্ছে কোনো কিছু জয় করা বা মুক্তি পাওয়া। ঠিক তেমনি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা মুক্তি লাভ করি এবং এরপর থেকে ১৬ই ডিসেম্বর কে বিজয় দিবস বলা হয়। এই দিনটিকে কেন্দ্র করে না স্মৃতি ভেসে উঠে বাঙ্গালিদের মনে। এই বিজয় অর্জন করতে গিয়ে আমরা আমাদের লাখো বাঙ্গালিকে হারিয়েছি। তাই আমাদের কাছে আজকের এই দিনটির গুরুত্ব অপিরিসিম। তাই প্রতিবছরের ডিসেম্বরের ১৬ তারিখে সবার মুখে বিজয়ের স্লোগান শুনতে পাই। সবার মুখে মহান বীজ দিবসের স্লোগান জ্বলে উঠো বাংলাদেশ গরজে উঠো বাংলাদেশ স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও হাও হাও। আপনাদের জন্য বিজয় দিবসের স্লোগানটি নিচে সম্পূর্ণ দেওয়া আছে। যারা যরা স্লোগান টি সংগ্রহ করতে চান তারা নিচে থেকে সংগ্রহ করেনিন।

স্লোগান ১ঃ

জ্বলে উঠো বাংলাদেশ
গরজে উঠো বাংলাদেশ

স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের
যাও তুমি এগিয়ে যাও হাও হাও

জ্বলে উঠো বাংলাদেশ
গরজে উঠো বাংলাদেশ

কোটি প্রাণের আশা
পুরোন কোরে দাআআও

লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে ছোড়িয়ে দাও

তোমার জন্য রইল সবার
অনেক শুভ কামনা

চোখের কোলে দিচ্ছে উঁকি
বিজয়ের সম্ভবনা।

স্লোগান ২ঃ

ঘুম ভাঙ্গে রোজ
-সাজজাদ হোসাইন খান

বেগুন ফুলে প্রজাপতির হাসি
কোথায় আছে এমন মজার বাঁশি
ভর দুপুরে রাখালিয়া বাজায় হেসে হেসে,
ধানের ক্ষেতে টিয়া পাখির মেলা
আসমানে যার নীল ধবলের ভেলা
হেলে দুলে জমায় পাড়ি, পাহাড় ঘেঁষে ঘেঁষে।

জোছনা মাখা চাঁদের সাদা ডিম
রাত নিশীথে ঝরায় কেমন হিম
সিক্ত করে ফুলপরীদের রঙিন যত পাখা,
অনেক ভোরে সূর্যমামা হাঁটে
উদাস করা যোজন যোজন মাঠে
সাতটি রঙের চেরাগ যেন উপুড় করে রাখা।

সরষে ফুলে হলদে হিরণ নাচে
কোন সে দেশের এমন শোভা আছে
রূপেতে যার হাজার কবি শব্দেরই জাল বোনে,
মন উড়ে যায় মাছরাঙাদের ভিড়ে
পাতার ফাঁকে টুনটুনিদের নীড়ে
ঘুম ভাঙে রোজ মুয়াজ্জিনের দরাজ গলা শুনে।

স্লোগান ৩ঃ
স্বাধীনতা তুমি
বাংলা দেশের
বাংলা মায়ের
শুভেচ্ছা।
স্বাধীনতা তুমি
দাদুর মুখে
রূপকথারই
সু-কিচ্ছা
স্বাধীনতা তুমি
সূর্যে ভাষা
রক্তিম হেম।
স্বাধীনতা তুমি
মুক্তি সেনার
মুক্ত প্রেম।
স্বাধীনতা তুমি
উড়ে যাওয়া,
স্বাধীন পাখির
প্রত্যাশা।
স্বাধীনতা তুমি
প্রিয় জনতার
প্রেম প্রীতি জয়
ভালবাসা।
স্লোগান ৪ঃ
বিজয় তুমি মুক্ত একটি পাখি
গগন তলে করছ ডাকাডাকি।
বিজয় তুমি গোলাপ জবা ফুল
শীতল জলের নদীর দুটি কুল।
বিজয় তুমি চাষির ফসল মাঠ
মাঠ জুড়ে ফলে ধান, গম আর পাট।
বিজয় তুমি লাল-সবুজ পতাকা
মুক্ত হাওয়ায় উড়ছ আঁকা বাঁকা।
বিজয় তুমি মায়ের মুখের হাসি
যেই হাসিকে সবাই ভালবাসি।
বিজয় তুমি একটি স্বাধীন দেশ
নামটি হলো সোনার বাংলাদেশ।

বিজয় দিবসের বক্তব্য pdf

অনেক অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে বক্তব্য রাখতে হয়। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা বিজয় দিবসের সংক্ষিপ্ত বক্তব্য রাখে। আমি এখানে তাদের জন্য বিজয় দিবসের বক্তব্য pdf ফাইলে দিয়েছি। যারা যারা বিজয় দিবসে বক্তব্য দিতে চান তারা আমার দেওয়া এই বক্তব্য থেকে কিছুটা ধারনা নিতে পারবেন। নিচে আমি বক্তব্য টি সুন্দর ভাবে উপস্থাপন করেছি। আশা করছি এই বক্তব্য টি পড়ার মাধ্যমে বিজয় দিবসের বক্তব্য সম্পর্কে বিস্তারিত ধারনা লাভ করতে পারবেন। নিচে ঠিকানা থেকে বক্তব্য টি দেখেনিন অথবা পিডিএফ সংগ্রহ করুন।

বক্তব্য সংগ্রহ 

বিজয় দিবসের স্ট্যাটাস

আমরা অনেকেই বিজয় দিবস কে উদযাপন করতে সোশাল মিডিয়া বা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকি। বিজয় দিবসের ছবি পোস্ট করার জন্য স্ট্যাটাস প্রয়োজন। এগুলো আমি এখানে সংগ্রহ করে দিয়েছি। ফেসবুকে পোস্ট করার জন্য বিজয় দিবস ফেসবুক স্ট্যাটাস গুলো এই অংশে দেওয়া আছে। যাদের স্ট্যাটাস গুলো প্রয়োজন এখান থেকে সংগ্রহ করেনিন।

১। মহান বিজয় দিবস শুভেচ্ছা যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয় তাদের প্রতি গভীর শ্রদ্ধা ।

২। আপনার সম্মান তখন বাড়বে। যখন বিদেশে গিয়ে আপনি নিজের দেশের সম্মান বাড়াতে পারবে। আর গর্বিতভাবে বলতে পারবেন, আমি বাংলাদেশী।

৩। ১৬ই ডিসেম্বর তুমি বাঙালির অহংকার। তুমি কোটি জনতার বিজয় নিশান, স্বাধীন বাংলার স্বাক্ষর।

৪। সব ক’টা জানালা খুলে দাও না! আমি গাইবো, গাইবো বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ

৫। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবোনা।

৬। অনেক অনেক ধৈর্যের বিনিময়ে অর্জিত বিজয় দিবস উপলক্ষে সবাইকে জানাই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

৭। লোক থেকে লোকান্তরে আমি স্তব্ধ হয়ে শুনি, আহত মায়ের কন্ঠে জরানো বিজয়ের ইতিহাস।

৮। লোক থেকে লোকান্তরে আমি স্তব্ধ হয়ে শুনি, আহত মায়ের কন্ঠে জরানো বিজয়ের ইতিহাস।

৯। ওরা আসবে চুপি চুপি, যা এই দেশটা কে ভালোবেসে দিয়ে গেছে প্রান সব ক’টা জানালা খুলে দাও না!

আমি গাইবো গাইবো বিজয়ের ই গান। বিজয় শুভেচ্ছা শুভেচ্ছা।

১০। মহান বিজয় দিবস শুভেচ্ছা যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয় তাদের প্রতি গভীর শ্রদ্ধা ।

১১। একটি বাংলাদেশ তুমি… জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমারঅহংকার। সারা বিশ্বের বিস্ময় এইবাংলাদেশের জন্য আসুন আমরা সবাইমিলে কাজ করি।

১২। বিজয় আমাকে পথ দেখিয়েছে , দিয়েছে বাচাঁর আশ্বাস। আমি বিজয়ের গান গাই , আমি স্বাধীনতা কে চাই । আমি বিজয়ের পতাকা ধরে , সারাটি পথ পাড়ি দিতে চাই । মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

১৩। তাদের রুহের মাগফিরাতকামনা করছি।শ্রদ্ধার সাথে স্বরন করছি জাতিরশ্রেষ্ট সন্তানদের।

বিজয় দিবসের শুভেচ্ছা বাণী

বিজয় দিবস উপলক্ষে এখানে বিজয় দিবসের শুভেচ্ছা বাণী দেওয়া আছে। এই বাণী গুলো শেয়ার করার মাধ্যমে বন্ধু-বান্ধবদের কে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে পারেবেন। শুভেচ্ছা বাণী গুলো নিচে থেকে সংগ্রহ করুন।

১৬ ডিসেম্বর তুমি নব্য বাংলাদেশের  মহা বিজয়ের মহা উল্লাস। তুমি বাংলাদেশ, তুমি বিধবা মায়ের বন্দী দশা থেকে মুক্তির নিঃশ্বাস।” ~ বিজয় দিবসের সংগ্রামী অভিনন্দন জানাই সকল নাগরিককে ।

আমরা এই দেশের শক্তি, আমরাই বল।”~বিজয় দিবসের বিজয় উল্লাসে মেতে ওঠার সাথে সাথে আসুন স্মরণ করি সেই সব বীর শহিদদের যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি আজকের এই বিশেষ দিনটিকে —

আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি।” ~ বিজয় দিবস প্রকৃতই বাংলাভাষীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ; বিজয় দিবস উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন–

বিজয় দিবসের এই বিশেষ দিনটিতে আসুন আমরা সকলে মিলে আগামী প্রজন্মকে আমাদের ইতিহাস ও ঐতিহ্য স্মরণ করিয়ে দি ও স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ করি ও নিজেরাও বিজয়ের চেতনা ধারন করি মনেপ্রাণে —

বিজয় দিবসের এই মহান দিনে বীর বিপ্লবীদের জানাই সংগ্রামী সালাম এবং সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা —

আমাদের পাপ ঈশ্বরের হৃদয়কে দুঃখ দেয় এই বিষয়টির চেয়ে আমরা পাপের উপর আমাদের নিজের “বিজয়” সম্পর্কে বেশি উদ্বিগ্ন।
– জেরি ব্রিজ

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

প্রেম ও বন্ধনের জোরে ভাঙ্গতে হবে সকল ঘৃণার দেওয়াল ;তবেই হবে সবাই আনন্দে মুখরিত ; দুঃখ থাকবেনা দেশে ; বিরাজ করবে শুধুই শান্তি ; বিজয় দিবসের শুভ মুহূর্তে এই হোক সকল দেশবাসীর প্রতিজ্ঞা–

মহান প্রতিপালকের কাছে আবেদন এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় যে দেশের স্বাধীনতা ; সে দেশ চির অমর রাখুক !
শুভ বিজয় দিবসের শুভেচ্ছা

আপনার সম্মান তখন বাড়বে। যখন বিদেশে গিয়ে আপনি নিজের দেশের সম্মান বাড়াতে পারবে। আর গর্বিতভাবে বলতে পারবেন, আমি বাংলাদেশী

বিজয় দিবসের উক্তি

এখানে বিজয় দিবসের উক্তি গুলো দেওয়া আছে। যাদের উক্তি গুলো প্রয়োজন তারা এই পোস্ট থেকে সংগ্রহ করেনিন। নিচে বিজয় দিবসের উক্তি গুলো দেওয়া আছে।

সমস্ত বিজয়ের গোপনীয়তা অপরিবর্তিতদের সংগঠনে থাকে।
– মার্কাস অরেলিয়াস

বিজয় যখন আরও বেশি অর্থবহ হয় তখন তা কেবল একজনের কাছ থেকে আসে না, অনেকের সম্মিলিত সাফল্য থেকে আসে।
– হাওয়ার্ড শুল্টজ

বিজয়ী যোদ্ধারা প্রথমে জিতে এবং তারপরে যুদ্ধে যায়, পরাজিত যোদ্ধারা প্রথমে যুদ্ধে যায় এবং তারপরে জয়ের চেষ্টা করে।
– সান তজু

আপনার প্রথম বিজয় আপনার সুখ খুঁজে পাওয়া এবং আপনার দ্বিতীয় বিজয় অন্যের সুখ খুঁজে পাওয়াতে হয়।
– জগদীশ কুমার

আমাদের পাপ ঈশ্বরের হৃদয়কে দুঃখ দেয় এই বিষয়টির চেয়ে আমরা পাপের উপর আমাদের নিজের “বিজয়” সম্পর্কে বেশি উদ্বিগ্ন।
– জেরি ব্রিজ

বিজয় হ’ল সমস্ত স্বপ্ন যা আপনার স্বপ্ন অর্জনে চলেছে তার স্বীকৃতি দেওয়া।
– টমি হিলফিগার

পরাজয়ের বিরুদ্ধে জয় রক্ষার জন্য বিজয়ী আইন তৈরি করেন।
– টোবা বিটা

আপনার প্রথম বিজয় আপনার সুখ খুঁজে পাওয়া এবং আপনার দ্বিতীয় বিজয় অন্যের সুখ খুঁজে পাওয়াতে হয়।
– জগদীশ কুমার

শেষ কথা

এই পোস্টে আমি বিজয় দিবসের উক্তি, স্ট্যাটাস গুলো শেয়ার করেছি। সেইসাথে আপনাদের কে মহান বিজয় দিবসের স্লোগান  ও বিজয় দিবসের বক্তব্য সংগ্রহ করে দিয়েছি, আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে মহান বিজয় দিবসের স্লোগান, স্ট্যাটাস, ক্যাপশন ও বানী সংগ্রহ করতে পেরেছেন। নিচে বিজয় দিবস সম্পর্কিত আরও কিছু পোস্ট দেওয়া আছে, এগুলো আপনারা দেখেনিতে পারেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

See Also:

মহান বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য, ভাষণ ও উপস্থাপনা – PDF

বিজয় দিবস অনুচ্ছেদ ২০২২ (সকল শ্রেণি)

বিজয় ‍দিবসের শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস ‍ও এসএমএস

বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন ২০২২- বিজয় দিবসের প্রতিবেদন PDF

মহান বিজয় দিবসের ইসলামিক স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন

Scroll to Top